স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর, ২০২২ দেশব্যাপী শেখ রাসেল দিবস পালিত হবে।
উক্ত দিবস উপলক্ষে অনুর্ধ ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা জোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক-২০২২’ প্রদান করা হবে। উক্ত পদকের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র দাখিলের সময় আগামী ৯ জুলাই, ২০২২ খ্রিঃ পর্যন্ত। আবেদনপত্র দাখিলের পর যাচাই-বাছাই কমিটি, মূল্যায়ন কমিটি এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক চূড়ান্তভাবে মূল্যায়নের পর আগামী ১৮ অক্টোবর, ২০২২ তারিখে পদক বিজয়ীদের ঘোষণা করা হবে। আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন দাখিলের ক্ষেত্রে শেখ রাসেল পদক নীতিমালা-২০২২ (খসড়া) অনুসরণ করতে হবে। মোট ১০টি ক্ষেত্রে শেখ রাসেল পদক প্রদান করা হবে। অনুর্ধ ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোরদের ৮টি ক্যাটাগরিতে এবং শিশু-কিশোরদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত এমন প্রতিষ্ঠানসমূহকে দুটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।