সরকারের কেন্দ্রীয় তহবিল থেকে ১৮ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পেয়েছেন পোশাক খাতের এক হাজার ৫২৮ জন শ্রমিক এবং তাদের পরিবার। চলতি অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ে শ্রমিকদের মৃত্যু, আহতদের চিকিৎসা ও শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষা বাবত এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শতভাগ রপ্তানিমুখী পোশাক শ্রমিদের কল্যাণে শ্রম আইনে কেন্দ্রীয় তহবিল নামে এই তহবিল গঠনের কথা বলা হয়। মোট রপ্তানিমূল্যের শুন্য দশমিক শুন্য ৩ শতাংশ হারে অর্থ এই তহবিলে জমা রাখা হয়।
২০১৭ সালের জুলাই মাস থেকে কেন্দ্রীয় তহবিলে অর্থ জমা রাখা শুরু হয়। বর্তমানে নগদ স্থিতি এবং বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ তহবিলে মোট ২১৪ কোটি টাকা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ তহবিল থেকে সাড়ে ৯ হাজার শ্রমিক এবং তাদের পরিবারকে ১২৫ কোটি ২১ লাখ টাকা সহায়া দেওয়া হয়েছে।
এদের মধ্যে পাঁচ হাজার ৬২৩ জন মৃত শ্রমিকের পরিবারকে ১১২ কোটি টাকা, তিন হাজার ৪৭ শ্রমিককে চিকিৎসা বাবত ৯ কোটি ২৫ লাখ টাকা ও ৭৬৩ জন শ্রমিকের মেধাবী সন্তানদের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে।