বৃহস্পতিবার ৯ নভেম্বর-২০২৩ খ্রীঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু
গত ৩১ অক্টোবর-২০২৩ হরতাল- অবরোধ চলাকালে
বিএনপি-জামায়াতের নৈরাজ্যকারী সন্ত্রাসীদের দ্বারা হামলায় আহত হন এ নেতাকে তার বাড়িতে দেখতে যান এবং খোঁজ খবর নেন - জেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এসময়ে- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুুদু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহম্মেদ টুংকু, শিয়ালকোল ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হারেস, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলাম আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আব্দুল মুন্নাফ খন্দকার, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সামাদ, ৬নং ওয়ার্ড সাবেক সাধারন সম্পাদক ইমদাদুল হক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল রহিম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হাফিজুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর -২০২৩ বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়কের ধুকুরিয়া নামকস্থানে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল- অবরোধ চলাকালে বিএনপি- জামায়াতের কর্মীরা টায়ার জ্বালিয়ে নাশকতা করার সময়ে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিরোধ করে এবং এসময়ে টহল পুলিশ পিকেটিংকারী ও নাশকতাকারীদের ধাওয়া করলে তারা পলায়ন করে।
পরে বিএনপি-জামায়াতের নাশকতাকারীরা শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু বাড়ি ফেরার পথে একা পেয়ে অতর্কিত চোরাগুপ্তা হামলা করে মারপিট করার শিকার হন বলে অভিযোগ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।