প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৩, ৩:২৮ অপরাহ্ণ
অবরোধে মহাসড়কে ছোট যানবাহনের দাপট
সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি জামায়েতের ডাকা নবম দফায় সারাদেশে ৪৮ ঘন্টার অবরোধ চলছে। গতকাল সকাল ৬ টায় শুরু হয় এই অবরোধ। চলবে আগামী মঙ্গলবার
(৫ ডিসেম্বর) সকাল টা পর্যন্ত। নবম দফা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে দূরপাল্লার যানবাহন না থাকায় দাপট বেড়েছে এসব ছোট যানবাহনের। খোঁজ নিয়ে দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছোট ছোট যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে। অতিরিক্ত ভাড়া গুনে অটোরিকশা, সিএনজি, ইজিবাইকে করে গন্তব্যে যেতে হচ্ছে। তবে দূরপাল্লার কোন গাড়ী না চললেও আন্তঃজেলা পরিবহন চলাচল করছে।
নাম না বলার শর্তে এক সিএনজি চালক বলেন,
অবরোধের মধ্যে আতঙ্কে থাকলেও বের হতে হয়েছে। কারণ পরিবার আছে, ছেলে মেয়ের লেখা
পড়ার খরচ আছে। তিনি বলেন,আমাদের মতো গরিব মানুষের মরার চিন্তা করলে চলবেনা। কপালে যা আছে হবে এর চেয়ে বেশি কিছুতো হবেনা।
এদিকে অবরোধের সমর্থনে গতকাল রাতে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে যুবদল।
অপরদিকে আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈরে রড বোঝাই চলন্ত ট্রাকে পেট্রেল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় চালক ও সহকারী দগ্ধ হয়েছেন । তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্নইউনিটে ভর্তি করা হয়েছে।
গাজীপুর পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, নাশকতা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকায় র্যাবের দুইটি টহল টিম কাজ করছে।
এছাড়াও রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে সতর্ক
অবস্থানে রয়েছে পুলিশ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.