প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
অবশেষে কারা মুক্ত হলেন মাওলানা মামুনুল হক
গাজীপুর জেলা সংবাদদাতা:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
শুক্রবার সকাল ১১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তিলাভের পর কারাগার ফটক থেকে বেরিয়ে যান তাদেরস্বজনদের সাথে ।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক এ কারাগারে দীর্ঘদিন যাবত বন্দি হিসেবে ছিলেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছে। অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হচ্ছে । যাচাই বাছাই শেষে শুক্রবার সকালে তাকে মুক্তি দেয়া হয় ।
২০২১ সালের ১৮ এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হক গ্রেফতার হন। এ যাবত তার বিরুদ্ধে প্রায় ত্রিশটি মামলা হয়েছে। সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.