মোঃ হাফিজুর রহমান, সাভারঃ গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসের কর্মকর্তারা দিনভর অভিযান চালিয়েছে। এ অভিযানে ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাগবাড়ি এলাকায় আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আশুলিয়া জোনাল ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন সাংবাদিকদের জানান, একটি কুচক্রী মহল রাতের আঁধারে অবৈধভাবে বাগবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল। আমরা সে সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসোয়াত, উপ-সহকারী প্রকৌশলী মো. সুমন আলী সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।