প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
আকস্মিক অনার্স ১ম বর্ষ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২২ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সোমবার (১৬ অক্টোবর) পরীক্ষা শুরুর প্রথম দিনই হঠাৎ করে উপাচার্য মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা তিনি কেন্দ্রে অবস্থান করেন। পরীক্ষা গ্রহণের বিভিন্ন কক্ষ ঘুরে
দেখেন।
উপাচার্যের এমন আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়টি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বলছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘উপাচার্য মহোদয় হঠাৎ করে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আমাদের কলেজে আসবেন আমরা এটা জানতাম না। বিষয়টি আমাদের জন্য আকস্মিক হলেও সার্বিক শিক্ষার মানোন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে। এটিকে আমি চমৎকার উদ্যোগ বলব। স্যার যেভাবে
আসলেন এবং পরিচয় না দিয়ে প্রত্যেকটি পরীক্ষা কক্ষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন।
বিষয়টি বিস্ময়কর এবং চমৎকার। আমি অভিভূত হয়েছি উপাচার্য মহোদয়ের এমন কার্যক্রমে। অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমান বলেন, 'যারা দেশকে ভালোবাসেন তারা ঢাকঢোল পিটিয়ে কাজ করেন না।
তারা এমন নীরবে কাজ করে যান। আমি উপাচার্য মহোদয়কে স্যালুট জানাই। তাঁর এমন কর্মকাণ্ড অব্যাহত থাকুক। শিক্ষার মানোন্নয়নে এটি বড় ভূমিকা রাখবে। আজকে সারা দেশে একযোগে বেলা ১টা থেকে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষাটি ডিজিটাল মাধ্যমে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) অনুষ্ঠিত হচ্ছে। ৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৪ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার প্রথম দিন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এই প্রথমবারের মতো সারাদেশে ইএমএসের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.