প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৩, ১:০০ অপরাহ্ণ
আট লেন হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আট লেন হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ২০২৫ সাল নাগাদ শুরু হবে এই প্রকল্পের উন্নয়ন কাজ। এখন চলছে নকশা তৈরির কাজ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও রোড ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. সাব্বির হাসান খান। তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীত করতে বর্তমানে ডাটাবেজসহ নকশা প্রণয়নের কাজ চলছে। আগামী বছরের অক্টোবরে নকশার কাজ শেষ হলে আমরা প্রকল্প প্রণয়নের কাজ শুরু করব। সবমিলিয়ে আগামী ২০২৫ সালের পাইপলাইনে এ প্রকল্প সেট করার পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, ‘নকশা প্রণয়নের কাজটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নকশায় একটি সড়কের সঙ্গে অন্য একটি সড়কের যেন ইন্টারলিংক না হয় সে বিষয়টি দেখা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে আমাদের যেন গাড়ি চালানোর সময় অন্য প্রান্তের গাড়ির জন্য অপেক্ষা করতে না হয়। কোনো সড়কে আন্ডারপাসিং রোড, কোনো সড়কে এক তলা, প্রয়োজনে দোতলা ওভারপাস থাকবে।’
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.