লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ও জরিমানা আদায় করেছেন আদিতমারী থানা পুলিশ। বৃহষপতিবার ( ১১ মে) সকালে জেলার আদিতমারী উপজেলায় ৫ জন মাদক সেবিকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জন প্রতি ১৫ দিনের করে সাজা প্রদান করেছেন এবং ৫ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে আদিতমারী থানাধীন ১নং দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা মৌজাস্থ জনৈক জাহাঙ্গীর আলমের পুকুর পাড়ের পূর্ব-উত্তর কোণে মাদক সেবনরত অবস্থায় মাদক (গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৫ (পাঁচ) জন মাদক সেবীকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃত মাদক সেবীরা আবদার হোসেন (২২) আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার ছফুর উদ্দিনের ছেলে। মধুসূধন চন্দ্র (২৩) একই এলাকার মদন মোহন রায়ের ছেলে। শাহজামাল (২০) ওই এলাকার আফজাল হোসেন এর ছেলে। ইয়াছিন আলী (২৫) দক্ষিণ গোবধা এলাকার জামাল উদ্দিনের ছেলে এবং মন্জুরুল হক (২৩) একই এলাকার আঃ গফুর এর ছেলে। উক্ত মাদক সেবীদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) আদিতমারী, লালমনিরহাট মাদকসেবী প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানাদন্ড অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটককৃত মাদক সেবীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এই বিশেষ অভিযান চলমান থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।