আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও স্কাফ সহ ০২ জন মাদক কারবারি এবং অন্যান্য মামলায় আরও ১ জন মোট ৩ জন আসামি কে আটক করেছেন পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার ও অত্র আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর যৌথ নেতৃত্বে এসআই সালেহুর রহমান, এসআই আজিজার রহমান, এসআই আনোয়ার হোসেন এএসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ০৩ নং কমলাবাড়ী ইউপির বড় কমলাবাড়ী মৌজাস্থ জনৈক শাহজাহান @ ফালান (৬২), সাং- বড় কমলাবাড়ী গুচ্ছগ্রাম এর বসত বাড়ী সংলগ্ন উত্তর-পশ্চিমে হাজীগঞ্জ বাজার হইতে বাগদির বাজার গামী পাকা রাস্তার পার্শ্বে ফাঁকা জায়গায় অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় অবস্হায় অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ৮ বোতল ভারতীয় স্কাফসহ মাহাবুর রহমান ওরফে মহুবর হোসেন (৩৮) তপন চন্দ্র বর্মণ (৩৫) কে হাতেনাতে আটক করেন।
আটক আসামি মাহাবুর রহমান ওরফে মহুবর হোসেন আদিতমারী উপজেলার ফলিমারী (বকসীটারী) গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে টেপু শেখ এর ছেলে অপর আসামি শ্রী তপন চন্দ্র বর্মণ সদর উপজেলার খোঁচা বাড়ি (সাকোয়ারপাড়) এলাকার কৃষ্ণ চন্দ্র বর্মন এর ছেলে। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) টেবিলের ১৪ (খ) রুজু করে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। একই দিনে আরও একটি অভিযান পরিচালনা করে সাপ্টিবাড়ী এলাকা থেকে ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী একরামুল হক ( ৫৮) যার মামলা নং জিআর ৩০০/২১ কে আটক করেছেন পুলিশ। আটক একরামুল আদিতমারীর সাপ্টিবাড়ী নায়েকগড়টারী এলাকার জোবেদ আলীর ছেলে। এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। আশরাফুল হক, লালমনিরহাট।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।