লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩ (তিন) জন মাদক সেবীকে আটক করেছে থানা পুলিশ।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে নিয়মিত মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আদিতমারী উপজেলার ৩ নং কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী দোলাপাড়ায় মাদক সেবনরত অবস্থায় মাদক (গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩ (তিন) জন মাদক সেবীকে আটক করেছেন পুলিশ।
আটককৃত আসামি সাইফুল (৪৫) আদিতমারীর বড় কমলাবাড়ী দোলাপাড়া এলাকার মৃত হামিদ এর ছেলে। অপর আসামি হাসান আলী (২০) একই এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে এবং হামিদুল ইসলাম ছোট কমলাবাড়ী এলাকার আঃ কাদের এর ছেলে।
উক্ত মাদক সেবীদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট মাদক সেবীদের প্রত্যেককে ০২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা করে জরিমানা দণ্ড প্রদান করেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।