লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ০২ জন আসামিকে আটক করেছেন পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ হামিদুল ইসলাম, এএসআই/তপন কুমার রায়, এএসআই/ জোবায়ের হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলা নং-৬০/২১(এ) এর এবং
সিআর - ৪০৪/২৩ পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে আটক করেন।
উক্ত পলাতক আসামি আনোয়ার হোসেন (২৮) আদিতমারী উপজেলার চন্দনপাট ময়নার চওড়া এলাকার বিল্লাল হোসেন এর ছেলে ও অপর আসামি তোতা মিয়া একই উপজেলার বালাপুকুর সাপ্টিবাড়ি ১ নং ওয়াডের বাদশা মিয়ার ছেলে।
উক্ত আসামিদ্বয়কে আদাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।