শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন করেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের অর্থপেডিক্স ডা: মো. রিয়াজ মৃধা।
বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে ডাঃ মোঃ রিয়াজ মৃধার পিতা মাতার নামে প্রস্তাবিত রফিক-নুরজাহান হসপিটালে এ সেবা প্রদান করা হয়। সেবা নিতে পূর্বচিলা, হলদিয়া. ধানখালী,আমতলী সদর ইউনিয়নের ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জানা গেছে বরিশাল পটুয়াখালী ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক বিভাগের ডাঃ রিয়াজ মৃধা, নাক, কান ও গলা বিভাগের ডাঃ আবদুল্লাহ আল মামুন, ডাঃ শোয়েব এইচ খান, চর্ম ও যৌন বিভাগের ডাঃ ফাইজুর রহমান, স্ত্রী ও গাইনী বিভাগের ডাঃ ডলি বিনতে হক ডাঃ লুনা বিনতে হক, মেডিসিন বিভাগের ডাঃ নাহিদ হাসান, ডাঃ ইসতিয়াক আহমেদ তালুকদার ও চক্ষু বিভাগের হাফেজ ডাঃ মোঃ রফিকুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন।
ডাঃ মোঃ রিয়াজ মৃধা সোনানীনিউজকে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার বাবা-মায়ের নামে প্রস্তাবিত হসপিটাল প্রাঙ্গণে এই ক্যাম্প করা হয়েছে। সকলে আমার পিতা মাতার জন্য দোয়া করবেন। এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।