প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
আরিফ ফকিরের অত্যাচারে অতিষ্ঠিত শিক্ষক ও শিক্ষার্থী
শিক্ষক ও শিক্ষার্থীকে মারপিটসহ নানা অভিযোগ উঠেছে কোনাবাড়ি থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকার আব্দুর রহমান ফকিরের ছেলে আরিফ ফকিরের বিরুদ্ধে। তিনি পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে লাঞ্ছিত করেন।
গেল ৫ নভেম্বর ইমন নামে (১৭) এক স্কুল ছাত্রকে মারপিট করে স্থানীয় ওই বকাটে । এ ঘটনায় বাদী হয়ে ওই ভুক্তভোগী কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ওই শিক্ষার্থী বিচার না পেলে সোমবার (১৩ নভেম্বর) সকালে স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। পরে স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। তার বিরুদ্ধে এর আগেও ওই স্কুলের এক শিক্ষককে মারধরের অভিযোগ রয়েছে। এ নিয়ে শিক্ষকদের মাঝেও চাপা ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী তার বাবা মার সাথে আমবাগ পূর্বপাড়া জামালের বাড়িতে ভাড়া থেকে আমবাগ নজর দিঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করত। এবার তিনি ওই স্কুল থেকে এস এসসি পরীক্ষা দিবেন।
অভিযোগ সূত্রে জানাযায়,পূর্ব শত্রুতার জের ধরে
গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪ টা সময় বিবাদীর বাড়ীর নিচে সেলুনে চুল কাটার জন্য যাওয়া মাত্রই বিবাদী তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারী শরীরের বিভিন্ন স্থানে চর থাপ্পর কিল ঘুষি ও লাথি মারিয়া নীলা ফুলা জখম করে। ভুক্তভোগীর ডাকচিৎকার করিলে বকাটে আরিফ তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে এলাকা ছাড়া করার হুমকি দেয়।
এবিষয়ে জানতে আরিফ ফকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক হাতে তালি বাজেনা। তিনি ওই স্কুল ছাত্রকে মারধরের বিষয়টি অস্বীকার করেন । তিনি বলেন, আজ রাত ৯ টা সময় বিচারে বসবো থাইকেন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.