আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ "আসুন সবাই পলিথিন বর্জন করি ও পরিবেশ সংরক্ষণ ভূমিকা রাখি " এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের আলমচাঁদপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, ঘুড়কা রায়গঞ্জ সিরাজগঞ্জের সহযোগিতায়,
বৃহস্পতিবার (৬জুন) সকালে রায়গঞ্জ উপজেলা নলকা ইউনিয়নের আলমচাঁদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে উক্ত পলিথিন বর্জন ও সচেতনতা বৃদ্ধির জন্য র্যালি প্রদর্শন ও আলেচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইপিজি কর্মসূচির ঘুড়কা শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম,
সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ।
এ সময়ে অনুষ্ঠানে ঘুড়কা ব্র্যাক ইপিজি কর্মসূচির ঘুড়কা শাখা অফিসের কর্মসূচির কর্মকর্তাগণ,আলমচাঁদপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যবৃন্দ, সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ অংশ গ্রহণ করে ।
আলোচনাসভা অনুষ্ঠানে আলোচকগণ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং পলিথিন বর্জন করার জন্য সকলকে অনুরোধ করেন এবং বলেন যাদের বাড়িতে পলিথিন ও আবর্জনা রয়েছে তারা বাড়িতে ২ টি গর্ত করবেন একগর্তে পচনশীল আবর্জনা অন্যটিতে পলিথিন রেখে পড়ে তা আবার নিরাপদ স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।