বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া সংসদীয় আসনের বিএনপি থেকে মনোনয়ন পেতে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির সদস্য ব্যবসায়ী মিজানুর রহমান। ইতোমধ্যে দলের কর্মী-সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমার। জনগণের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকতে চেষ্টা করি। সামাজিকভাবে মানুষের সেবা ও কল্যাণের জন্যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আছে। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।
তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবো।
তিনি আরো বলেন, রাজনীতির কারণে জীবনে অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। আমি মাঠে নেমেছি তৃণমূল বিএনপি ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।