প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ
আসল ডিবির হাতে নকল ডিবি আটক
নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কোতোয়ালি মডেল থানাধীন বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকায় এক বাসা থেকে দুর্জয় বাবু ঘোষ (২২)নামের এক ভূয়া ডিবি পরিচয়কারী যুবককে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
গতকাল বিকেল সাড়ে ৫ টার সময় তাকে কোতয়ালী মডেল থানাধীন ৮নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর চারতলা বিশিষ্ট বসতবাড়ীর ২য় তলার ফ্লাটের একটি রুম থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ২ টি চাইনিজ কুড়াল, ২ টি ফালার মাথা, ১ টি হাসুয়া, ১ টি ছুরি, ১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, ১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে অত্র থানা এলাকার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাসায় ভাড়া থাকতো।
এ ঘটনায় যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান (পিপিএম) বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন। এসময় তিনি বলেন, সে দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানীসহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.