প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সামাধিতে যান। শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও ফাতেহা পাঠ শেষে প্রধানমন্ত্রী দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজত করেন।
বিকেলে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবে এ যৌথসভা। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নবগঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।