ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের স্ব স্ব পদ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেয়া হয়েছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশ নেন।
সারা দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের অপসারণের খবরে চিন্তিত হয়ে পড়েছেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।