গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমায় আরও ২ মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে তারা মৃত্যু বরণ করেন।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে কলমের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মোঃ হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন,গতকাল মঙ্গলবার রাত ১ টার দিকে মারা যান সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার শাবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার (৭৫) এবং রাত দুইটার দিকে মৃত্যু হয় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের বাসিন্দা শামসুল আলমের (৬০)।
আজ সকালে ফজরে জানাজার নামাজ শেষে মৃত দেহ নিজ নিজ গ্রামে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিশ্ব ইজতেমায় দুই পর্বে এই নিয়ে ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।