প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
ইঞ্জিন বিকল ঢাকা ময়মনসিংহ রেল রুটে রেল চলাচল বন্ধ
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা ময়মনসিংহ রেল রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর স্টেশনে এ ঘটনা ঘটেছে।
কাওরাইদ রেল স্টেশন মাস্টার আল আমীন জানায়, জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিকাল সাড় ৫ টা থেকে জামালপুর কমিউটার ট্রেনটি লাইনে দাড়িয়ে আছে। ট্রেনটি জামালপুর থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার জানান, এখন ৬:২০ বাজে। এখনো রেল চলাচল স্বাভাবিক হয়নি। রেল চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। অন্য আরেকটা ট্রেন ইঞ্জিন নিয়ে গেলে জামালপুর কমিউটার ট্রেনটি সরানো যাবে।
তিনি বলেন, ট্রেনটি এমন ভাবে আটকে গেছে এতে লাইনে অন্য কোনো ট্রেন চলবেনা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.