প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ
ঈদের দিন ১০ কেজি গাঁজাসহ তিন যুবক গ্রেফতার
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সিন্নিরচর গ্রামের মৃত কালাম খাঁন এর ছেলে মোঃ স্বপন খান (৩৪),কালিয়াকৈর উপজেলার বরাব দক্ষিণপাড়া এলাকার ফকরুল ইসলাম এর ছেলে রাব্বি হোসেন (২২) এবং একই উপজেলার মৃত ফৈজ উদ্দিন এর ছেলে মোঃ রীফাত হোসেন(২০)।
কোনাবাড়ী থানা পুলিশ জানায়,ঈদের দিন বিকেল (১১ এপ্রিল) সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোলাপাড়া নছের মার্কেটের উত্তর পাশে মানিক মিয়ার মুদি দোকানের সামনে থেকে মাদক ক্রয়বিক্রয় এর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) স্বপন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.