মনির হেসেন বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আগামী ১৪জুন থেকে ২২ জুন পর্যন্ত খুলনা- কলকাতা বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।এই ট্রেনটি সপ্তাহে দুইদিন চলাচল করে রোববার ও বৃহস্পতিবার যাহার নং-৫৪,০১,২৬০০,০০৭,২৪,০৪৮,২৩-১০২০ -(১৭জুন ২৪ অনুযায়ে) পবিত্র ঈদ উল আযহা এক স্বাক্ষরিত (১৩ মে ২৪) আগামী ১৪ জুন থেকে ২২ শে জুন পর্যন্ত ৭দিন খুলনা কলিকাতা বন্ধন এক্সপ্রেস বন্ধ থাকিবে। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক পিপলস রিপাবলিক অফ সরকার ঢাকা। এম ডি মিহরাবুর রশিদ খান ডেপুটি ডিরেক্টর ইন্টারচেঞ্জ বাংলাদেশের রেলওয়ে এ তথ্য জানান।
তিনি আরো জানান পবিত্র ঈদউল আযহা পর থেকে থেকে বন্ধন এক্সপ্রেস যত নিয়মে চালু থাকবে।
বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন বাংলাদেশ রেলওয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে ১৪জুন থেকে ২২ ই জুন পর্যন্ত সাত দিন খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বন্ধ থাকিবে । সপ্তাহে দুইদিন ট্রেনটি চলাচল করে রোববার ও বৃহস্পতিবার।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।