আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে চালিতাডাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধিগণ, ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং ইউপি সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
রোববার ১৬ এপ্রিল চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এসময় তিনি বলেন মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণার বাতিঘর, তাদের মাধ্যমে আমরা উজ্জীবিত হই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুকুল।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাইফুল ইসলাম বেলাল। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।