২৩শে অক্টোবর (সোমবার) সন্ধায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের ৯টি পূজামণ্ডপে শতাধিক মোটরসাইকেল ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কুশল বিনিময় ও পূজা মণ্ডপের সভাপতি,সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন ৭নং ধরনীবাড়ি ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মো:এরশাদুল হক।
পূজা মন্ডপ গুলো পরিদর্শনকালে চেয়ারম্যান এরশাদুল হক সংক্ষিপ্ত আলোচনায় সকলের উদ্দেশ্য বলেন,"ধর্ম যার যার উৎসব সবার"আর এ কারণেই ধরনীবাড়ি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এখানে প্রত্যেক জাতিগোষ্ঠী সানন্দে পূজা পার্বণ উৎসব পালন করে,এতে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হয়।তিনি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উৎসব পালন করার আহবান জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।