সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল তালুকদারকে আটক করেছে উল্লাপাড়া মডেল পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে দিকে উপজেলার ধরইল গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। পুলিশ অনেক দিন ধরে তাকে খুঁজছিল।আটক করে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।