সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে মুক্তিযুদ্ধে বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে ১০ জানুয়ারী পা রেখেছিলেন বাংলার গর্বিত সন্তান শেষ মুজিবুর রহমান, স্বাধীনতার মহানায়কের আগমনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা।
ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসুচি পালন করে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় । সেই সাথে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক সাংবাদিক লেখক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার আলা, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম স্বপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম আজিজুল ইসলাম শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার, উপজেলার সকল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বাদ যোহর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিল এবং বিকেলে ঐতিহাসিক ১০ জানুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।