প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
উল্লাপাড়ায় ডাকাত চক্রের এক সদস্য আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংবদ্ধ ডাকাত চক্রের ডাকাত ইমরান (১৯) নামের এক সদস্যকে আটক করেছে উপজেলা আনসার কর্মকর্তা ও সাধারণ ছাত্র জনতা।
বৃহস্পতিবার (০৯ আগষ্ট) রাত ৩ টার দিকে কাওয়াক গ্রামে এঘটনা ঘটে।
আটককৃত, ইমরান উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। আটককৃত ইমরানের সাথে কথা বলে জানা যায়, সে সহ তার গ্রামের আরোও ৬ জন ছিলো। তারা পালিয়ে যায়।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির জানান,সাধারণ ও নিরহ মানুষের ঘরবাড়িতে ডাকাতি কার্যক্রম চালাচ্ছে মর্মে আমাকে থানার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা মোবাইল ফোনে অবগত করলে, আমি উক্ত এলাকার ভাতাভোগী সদস্য মতিন কে স্থানীয় লোকজনকে একত্রিত করে ডাকাত দলকে ধাওয়া দেয়ার নির্দেশনা প্রদান করি। মানুষের বাড়ি ঘরের টাকা পয়সা ও স্বর্ণ-অলংকার লুট করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সদস্য ইমরান কে আনসার সদস্য ও স্থানীয় সাধারণ জনগণ ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা আটক করতে সক্ষম হয়। বর্তমানে আসামী উল্লাপাড়া থানায় আনসার সদস্যদের হেফাজতে রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.