উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয়তাবাদীদল বিএনপির কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভা যাত্রা ও মিছিল বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কর্তন করেন উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল ওয়াহাব ও সদস্য সচিব আজাদ হোসেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।