আমাদের প্রত্যয়,দুর্নীতির বিদায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার গঠনকৃত কমিটির আত্মপ্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উল্লাপাড়া উপজেলা নবগঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সরকার নির্বাচিত হয়ে কমিটির আত্মপ্রকাশ করেন।
অনুষ্ঠানে জহুরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবুল কাসেম।
এ সময় উপস্থিতি ছিলেন,আব্দুল মান্নান,ছাইদুর রহমান, আহমেত আলী সবুজ,রবিউল ইসলাম,আরিফুল হাসান আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবিদ হাসান দুলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নামে বিভিন্ন সময় অফিসে অর্থ দেওয়ার নামে যে দূর্নীতি করা হতো। এই কমিটি আজ থেকে সে সব দূর্নীতি মুক্ত করা হবে নতুন কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।