সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫ হাজার ৪শত ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আওতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা চত্তরে ২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে সড়িষা,ভুট্টা, গম,চিনাবাদাম সহ শীতকালীন বিভিন্ন সবজি উৎপাদন ও বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এসকল সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্না ইয়াসমিন সুমি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।