আল-আমিন,উল্লাপাড়া :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধায় ডাক বাংলোয় উল্লাপাড়া উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী শাখার জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।
মতবিনিময় সভায় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন , বিগত ১৬ বছরের আমার মাতৃভূমি উল্লাপাড়ায় আমাকে আসতে দেওয়া হয়নি এবং অসংখ্য গায়েব মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। শেখ হাসিনা সরকার আমাদের উপর নির্যাতন, খুন, গুম, ভোটাধিকার হরণ, স্থানীয় জামাতে নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে বিভিন্ন শ্রেণির মানুষকে গণহত্যা সহ অসংখ্য অপকর্ম করেন শেখ হাসিনাসহ তার সন্ত্রাসী দল আওয়ামী লীগ । হাসিনার সরকার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার মাঝে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল । কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয় এবং জামায়াতের নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমাল ও হিন্দুদের মন্দির রক্ষায় দিনরাত পাহারা দিয়েছে। উল্লাপাড়া -সলঙ্গা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করা হবে।
সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন আমাদের জামাতে ইসলামী দলে সব শ্রেণির মানুষ দল করতে পারবে কোন বাধ্যবাদকতা নেই। জামাতে ইসলামী দল একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে এসে সব মানুষ নিজেকে তৈরি করতে পারবে। তিনি বলেন ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়েছিল। অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্রজনতার গন-অভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সংবাদকর্মীরা স্বাধীন হলো। তিনি দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিতি ছিলেন ,জেলা জামায়াতের আমির অধ্যাক্ষ মাওলানা শাহিনুর আলম ,
জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম,অফিস সেক্রেটারি মাওঃ আঃ বারী, যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি এস এম আল আমিন হোসেন সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।