পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে দুস্থ্য ওঅসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান আফছার আলীর পরিচালনায় ইউনিয়ন পরিষদে চত্বরে এ চাল বিতরণের উদ্বোধনকরেন উপজেলা নির্বাহি কর্মকর্তা উজ্জ্বল হোসেন । এ সময় ৩ হাজার ৩৯ জন দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণকরা হয়েছে ।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলামকবিতা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা আজাহুরুল ইসলাম , ইউপিসচিব হেলাল উদ্দিনসহ সকল ইউপি সদস্য ।
এ সময় ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনোমানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়েআসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপহার পাঠিয়েছেন। এমপি তানভীর ইমাম এর দিক নির্দেশনায় দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার ১০কেজি চাল বিতরন করা হচ্ছে ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।