আল-আমিন উল্লাপাড়া :
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর লুটপাট ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাহাড়া দিয়ে যাচ্ছে বিএনপি , জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের কমিটি গঠন করে সরকারি স্থাপনা এবং বিভিন্ন এলাকা সমূহ মন্দির পাহাড়া দিচ্ছেন বিএনপি , জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন ধর্মীয় সংখ্যালঘু ও স্থানীয় জনসাধারণ। কমিটির নেতারা হিন্দু সম্প্রদায়ের পাড়া-মহল্লা ও মন্দিরে খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।
এ সময় স্থানীয়রা বলেন , বর্তমানে দেশের ক্লান্তিলগ্নে যে ভাবে জামাত ,বিনপির নেতাকর্মীরা এগিয়ে এসে জানমাল রক্ষা করছে তা প্রশংসার দাবীদার। তাদের এই কার্যক্রম যেন দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালিয়ে যান। এতে অনেক মানুষ আতংক থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন , আমারা সরকারের বিভিন্ন স্থাপনা গ্রুপ ভিত্তিক ভাগ হয়ে পাহাড়া দিচ্ছি যেন কোন দূর্বত্ত হামলা চালিয়ে ক্ষতিসাধন করতে না পারে তাছাড়া আমাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এগিয়ে এসে সহযোগিতা করছেন।
ধর্মীয় সংখ্যালঘু নেতা পার্থ বলেন , বুধবার রাত থেকে জামাতের নেতাকর্মীরা আমার বাড়ি এবং বিভিন্ন পাড়া-পাড়া-মহল্লায় পাহাড়া দিচ্ছেন যাতে কেউ আক্রমণ করতে না পারে রাতে পরিবার নিয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছি।
এ বিষয় জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা জামায়াতের প্রতিনিধি এস এম আল আমিন হোসেন বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও জনসাধারণের লুটপাট যেন কেউ করতে না পারে তারজন্য আমরা একটি কমিটি গঠন করে গ্রুপ ভিত্তিক ভাবে পাহাড়া দিয়ে যাচ্ছি। উপজেলার বিভিন্ন মন্দির এবং সংখ্যালঘুদের উপর অহেতুক ভাবে কোন দূর্বত্ত হামলা চালিয়ে ক্ষতিসাধন করতে না পারে এবং সরকারি স্থাপনায় হামলা না করতে পারে। সে কারনে যতদিন আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা গ্রুপ ভিত্তিক ভাবে পাহাড়া দিয়ে যাবো। জামায়াতে ইসলামী বাংলাদেশ সবার পাশে ছিলো এবং সব সময় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।