আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে দুস্থ্য ওঅসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউপি চেয়ারম্যান ইঞ্জি শওকত ওসমানের পরিচালনায় ইউনিয়ন পরিষদে চত্বরে ২ হাজার ৭০ জন দুস্থ ও অসহায়দের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলো ইউপি সচিব ও সকল ইউপি সদস্যগণ ।
এ সময় ইউপি চেয়ারম্যান ইঞ্জি শওকত ওসমান বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য।কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনেরসহযোগিতা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপহার পাঠিয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।