রাজস্ব খাতের আওতায়- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলপ ইউনিয়ন সোনতলা গ্রামে সোনতলা ব্লকে কৃষকের মাঠ পালন করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সকালে উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা ব্লকের মাঠ দিবস তফসীর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মাঠ দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলি ইসলাম কবিতা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আসয়াদ বিন খলিল রাহাত,কৃষিবিদ শাহাবুদ্দিন আহমেদ।
এসময়ে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও প্রায় ১১শ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।