শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম : / ৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আল-আমিন, উল্লাপাড়া :

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণঅধিকার পরিষদের (জিওপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

২৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

গণঅধিকার পরিষদ উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য সচিব মো. পারভেজ রাব্বি।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. হৃদয় মাহমুদ অন্তর, জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীল মো. লিয়ন মাহমুদ, বড়হর ইউনিয়ন শাখার সভাপতি মো. সাজেদুল ইসলাম, হাটিকুমরুল শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, গণঅধিকার পরিষদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন নোমানী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আলামিন হোসেন এবং জুলাই আহত যোদ্ধা মো. রনি আহমেদ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই গণঅধিকার পরিষদ কাজ করছে। তারা বলেন, এই দল শুধু রাজনীতি নয়, জনগণের পাশে থেকে ন্যায় ও সত্যের পক্ষে কাজ করতে চায়।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো. আরিফুল ইসলাম সর্দার।

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী। অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজে ‘গণঅধিকার পরিষদ দীর্ঘজীবী হোক’ স্লোগানে মুখর ছিল গোটা এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর