আজ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নিলো।
বৃহস্পতিবার (১ জুন) বেলা ১২ টায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় শিক্ষার্থীরা মাদক, যৌন হয়রানি, বাল্যবিয়ে ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও সংগঠনের সিরাজগঞ্জ শাখার সহ সভাপতি অরিন ইসলাম ইমন, সাধারণ সম্পাদক মোঃ নাদিম মিয়া প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।