আল-আমিন, উল্লাপাড়া :
কনকনে ঠাণ্ডা বাতাস আর হালকা শৈতপ্রভাবের দাপট শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিকদায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি শওকত ওসমানের উদ্যোগে তারমেয়ে।
উল্লাপাড়া উপজেলার সোনতলা ক্লাব ঘরের সামনে থেকে ২ শত ৭৫ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে ইঞ্জি: শওকত ওসমান বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করছেন তা বুঝতে পেরে আমি ও আমার মেয়ে আপনাদের পাশে কিছুটা শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছি । আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।