মাদক ও দূনীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এবাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হিরো’র সভাপতিত্বে ইউপি সচিব ফরিদুল হক মিলন ২০২৩-২৪ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
এতে ইউনিয়নের রাজস্ব আয় ধরা হয়েছে ৩৫ লাখ ২৮ হাজার ৪০১ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৯৫ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৬ শত ৯৪ টাকা এবং সমাপনী উদ্ধৃত্ত ২ লাখ ৫৫ হাজার ৪০১ টাকা।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হিরো তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে, তৃনমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিতা নিশ্চিত করনের লক্ষেই আজকে এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন। রামকৃষ্ণপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে রাস্তা,ঘাট,হাট-বাজার কিভাবে উন্নয়ন ও সুন্দর করাযায় এবিষয়ে প্রতিটি নাগরিকের মত প্রকাসের অধিকার আছে বলে জানান তিনি।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।