প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
এনায়েতপুরে প্রতিবন্ধী তুফান নিখোঁজে মায়ের আর্তনাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের শারীরিক-মানসিক ও বাক প্রতিবন্ধী কিশোর তুফান (১৫) নিখোঁজ হয়েছে। গত ৪ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকেই তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছে না তার দরিদ্র পরিবার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। সে নিয়মিত পান খেত বলে দাঁত পুরো কালো হয়ে গেছে।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবন্ধী তুফান স্পষ্ট করে কথা বলতে পারেনা। হাঁটাচলা করতেও একটু সমস্যা হয়। এ ব্যাপারে গত ০৬.১০.২০২৫ ইং এনায়েতপুর থানায় ১৯৬ নং জিডি করা হয়েছে।
বর্তমানে তার মা আম্বিয়া খাতুন ছেলের সন্ধান না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ছেন। এ অবস্থায় তার সন্তানের সন্ধানের আকুতি জানিয়েছেন সকলের কাছে। কেউ সন্ধান দিতে পারলে ০১৭৬০-৪৩০২৫৩ ও ০১৭৭১-১৬৪৩৭৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে নিখোঁজ তুফানের বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনারুল ইসলাম জানান, প্রতিবন্ধী তুফানের নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্তানের জন্য আমরা তৎপরতা চালাচ্ছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.