আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৮ অক্টোবর বিকেল ৪ টায় উঠান বৈঠক করতে আসবেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সুতাহাটি বাজারে ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ভাষণে প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরবেন তিনি।
আর এই উঠান বৈঠক প্রস্তুতি হিসেবে ৩/৪ দিন আগেই উঠান বৈঠকস্থলের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের ব্যানার-পোস্টার- ফেস্টুন-তোরণে ছেয়ে গেছে রামকৃষ্ণপুর ইউনিয়ন।
সরেজমিন দেখা যায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের,সুতাহাটি, জালশুকা,উনুখাঁ,দবিরগঞ্জ,পুকুরপাড়,হরিণচড়া,শলীসহ বিভিন্ন রাস্তার আশপাশ ছেয়ে গেছে নেতাদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে।
পোস্টার-ব্যানারে কেউ এমপি তানভীর ইমামকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং কেউ কেউ উঠান বৈঠক সফল করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে এমপি তানভীর ইমাম এর আগমন ঘিরে নেতাকর্মীর মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। উৎসাহ-উদ্দীপনায় চলছে এমপি'কে বরণের প্রস্তুতি।
এবিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেতা তানভীর এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। তারই ধারাবাহিকতায় আগামীকাল ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠক, এই বৈঠকে আমাদের অঙ্গীকার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের মূলধারার সকল নেতৃবৃন্দ জননেতা তানভীর ইমাম এমপি মহোদয়ের পক্ষে আছেন এবং দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।