সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশের এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের বন্ধুদের ৩য় গ্রান্ড গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ০৬ এইচ এস সি ০৮ সাপোর্ট এন্ড সলিউশনের আয়োজনে ৩য় গ্রান্ড গেট টুগেদার হয়। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর সাভার এলাকার লেক ভিউ রিসোর্টে এ ৩য় গ্রান্ড গেট টুগেদার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫ শতাধিক এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের বন্ধুরা এই মিলনমেলায় অংশ নেয়।
এসএসসি ০৬ এইচ এস সি ০৮ সাপোর্ট এন্ড সলিউশনের এডমিন ইঞ্জিঃ বাপ্পির সভাপতিত্বে অনুষ্টানটি নূর মোহাম্মাদ ও বর্ষা ইসলামের সঞ্চালনায় সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত আলোচনা সভা,ক্রেষ্ট প্রদান,বিনা মুল্যে চিকিৎসা প্রদান,লটারি,গান-নাচ শেষ অসহায় এক বন্ধুকে চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপের বন্ধুদের পাশাপাশি ৯০-এর দশকের জনপ্রিয় ব্যান্ড আর্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসান গান গেয়ে সকলকে মাতিয়ে তোলেন।
৩য় গ্রান্ড গেট টুগেদার আয়োজনে গুরুত্ব পূর্নভুমিকা পালন করেন,মিজানুর রহমান, মোকাম্মেল হক,রাজন চন্দ্র কর,ইকরাম হোসেন বাপ্পি, নাইম আহম্মেদ, মোহাম্মাদ ইয়াসিন,নাসরিন আকতার, জাহিদ হাসান, তানিয়া আকতার ইতি, মিন্টন কান্তি ভৌমিক, আলম সরকার, মৌসুমি জান্নাত, মাহফুৃজুর রহমান পিংকি, মহিউদ্দিন আহম্মেদ সোহেল, রায়হান ও নিঝুমসহ আরও অনেকে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।