আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে,
শুক্রবার (৭ জুন) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ শহরের এস. এস. রোড়স্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোেকেট বীরমুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি। যার মধ্যে দিয়ে পরে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের উপর ঝাপিয়ে পড়ার বহিঃপ্রকাশ ঘটে ছিলো।
এ অনুষ্ঠান আহবান করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের, সদর উপজেলা, পৌর আওয়ামীলীগ, জেলা আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।