নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে এ্যাসেডসের আয়োজনে বর্তমান সরকারের উন্নয়ন প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট বলেন, কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমেই জনগণের পাশে থাকতে চাই।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে বর্তমান সরকারের উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস তাড়াশী, বিএডিসি রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আনন্দ কুমার বর্মন, উপসহকারী প্রকৌশলী আরাফাত রহমান, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ব্রহ্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।