শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

কবিহারে ডোবা থেকে মৃতদেহ উদ্ধার; থানায় ইউডি মামলা দায়ের

রিপোর্টারের নাম : / ১৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজিপুরের কবিহার গ্ৰামের ধানক্ষেতের পাশের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম বলেন, শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে সবুর মিয়ার মরদেহটি উদ্ধার করা হয়, মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে থানায় জানানো হয়েছে, একটি ইউডি মামলা রুজু করে ময়না তদন্তের জন্য মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত চলমান রয়েছে। জানা যায়, সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্ৰামে শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন। শনিবার সন্ধ্যায়  বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের নির্জন এলাকার একটি ছোট ধানক্ষেতের পাশের ডোবায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে  মৃতদেহটি উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে নিহতের ভাই এবং শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করে। নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া বলেন, ভাইদের সাথে সবুরের পারিবারিক সম্পর্ক ভালো না।  সে কারণে স্ত্রী সন্তান নিয়ে  পশ্চিম খুকশিয়ায় থাকতো। ওখান থেকে এসে বরশিভাঙ্গায় তার জমিজমা আবাদ করতো। নিহতের স্ত্রী  বলেন, ‘শুক্রবার সকালে জমিতে আবাদ করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর  ফেরেনি।  আমরা ভেবেছি পাশেই আমার ভাইয়ের বাড়িতে আছেন। কিন্তু আজ সকালেও তিনি বাড়ি না ফিরলে আমরা খুঁজতে থাকি। পরে আজ এই ধান খেতে তার লাশ পাওয়া গেলো।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সচেতন অনেকেই প্রশ্ন তুলেছেন এ ঘটনায় হত্যা মামলা হতে পারে কিনা। তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা উদঘাটন করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর