প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২২, ১:৩৪ অপরাহ্ণ
কলেজছাত্রী প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান
শাহজানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া অনুদানের চেক তুলে দেন। প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিন অনুদানের চেক গ্রহন করেন। পারিবারিক সঞ্চয় পত্র হিসেবে এ অনুদান দেয়া হয়ে। এ সময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেয়া হয়।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ৩৫ হাজার ব্যক্তি প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে দেয়া হয়েছে ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি, এবং ২০২২ সালের এপর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.