গাইবান্ধার নাকাই ইউনিয়নের একজন দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ।
শনিবার (২৯ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পোগইল মাগুড়ার বিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের ৬৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেন তিনি।
শ্রমিক সংকট থাকায় উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পোগইল গ্রামের দরিদ্র কৃষক রেজাউল হকের জমির পাকা ধান কাটতে পারছিলেন না। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধানের নজরে আসে। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে মাড়াই করে দেন।
কৃষক রেজাউল হক বলেন, ‘জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কাছে গিয়ে দেখতে পাই উপজেলার চেয়ারম্যানও ধান কাটছেন। চেয়ারম্যানকে দেখে আমি অবাক হই।’ চেয়ারম্যানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোবিন্দগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো. আব্দুল লতিফ প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন নিয়ে কয়েক দিন থেকে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি । দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাবো। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এই দুঃসময়ে প্রত্যেকের কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সকলের প্রয়োজন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।