প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ণ
কাউন্সিলর সেলিম রহমান এর পক্ষ থেকে ৪ হাজার পরিবার পেলো ঈদ সামগ্রী

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছের ন্যায় এবারও গাজীপুর সিটি করপোরেশন এর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও কোনাবাড়ী থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রহমান এর পক্ষ থেকে অসহায় ৪ হাজার পরিবার পেলো ঈদ সামগ্রী। বুধবার (১৯ এপ্রিল) সকালে কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় তার নিজ বাড়ীতে অসহায়দের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাল,দুধ,চিপস,চিনি,সেমাই ইত্যাদি। সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই লাইন
ধরে নারী পুরুষরা টেবিলের উপরে সাজানো ঈদ সামগ্রী নিয়ে যাচ্ছেন। পরিবেশ যেন শৃঙ্খল থাকে সেই জন্য খোরশেদ আলম নামে এক শ্রমিকলীগ নেতা হ্যান্ড মাইকে অনুরোধ করে যাচ্ছেন লাইনে দাঁড়িয়ে ঈদ সামগ্রী নেওয়ার জন্য। কাউন্সিলর সেলিম রহমান বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও দরিদ্র ও অসহায় চার হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় তিনি অসহায় সহযোগীতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.