গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি নৌকা ঘাট থেকে বুধবার ১৭ জানুয়ারি ৪০ বস্তা সরকারি চাউল পরিত্যাক্ত নৌকা থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ধারণা করা হচ্ছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের থেকে নৌকাটি আসতে পারে এবং ভিজিএফ, ভিজিটির চাউল হতে পারে।
খাসরাজবাড়ি ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, ১৭ জানুয়ারি বুধবার সকালে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে কিছু চাউল বোঝাই বস্তা ঘোড়াগাড়ি যোগে বিড়শুড়িগাছা ঘাটে নেয়া হয়। পরবর্তীতে জনৈক কামালের নৌকায় কাজিপুরের মেঘাই ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘাই ঘাটে চাউল বিক্রি সমস্যা হতে পারে বুঝে নৌকা ঘুড়িয়ে পার্শ্ববর্তী বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি নৌকা ঘাটে ভেরানো হয়। সেখান থেকে ধুনট থানা পুলিশ উল্লেখিত চাল উদ্ধার করে হেফাজতে নেয়। এই বিষয়ে খাসরাজবাড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আমার ইউনিয়ন পরিষদ থেকে এধরনের চাল কোথাও যায়নি।
এব্যাপারে ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, ভান্ডারবাড়ি নৌকা ঘাটে পরিত্যাক্ত নৌকা থেকে ৪০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বিষয়টি অবগত আছি, কাজিপুরের চাল হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, উদ্ধারকৃত চাউলের বস্তায় সরকারি সিল মোহর রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।